ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় নিহত ১  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৬, ৭ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় আদিবাসী এক নারী কৃষি শ্রমিক নিহত ও আরও ৩ জন আহত হয়েছে। নিহত জয়ন্তী উরাও (৪৫) কাঞ্চনেশ্বর গ্রামের প্রফুল উরাওয়ের স্ত্রী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাড়াশ থানার এসআই নিয়ামুল ইসলাম জানান, বুধবার সকালে একটি অটোরিকশা করে চারজন কৃষি শ্রমিক মাধাইনগর কাজে যাচ্ছিল।   

এ সময় ওই এলাকার ইট ভাটার মাটি বোঝাই একটি দ্রুতগামী ড্রামট্রাক কাঞ্চনেশ্বর পুকুর পাড়ের মোড়ে অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাঞ্চনেশ্বর গ্রামের জয়ন্তী উঁরাও মারা যায় এবং আরও ৩ যাত্রী আহত হয়।পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে। তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহতদের অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক আসিফ মাহমুদ।  

কেআই/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি